কিছু সময় ধরে SSC এর অফিসার ওয়েবসাইটে তেমন কোনো গুরুত্বপূর্ণ চাকরী সংক্রান্ত আপডেট আসেনি কিন্তু 28/09/2021 থেকে আবার পূর্বের মতো বিভিন্ন নোটিফিকেশন আসা শুরু হয় । ভবিষ্যতে আমরা তা নিয়ে আলোচনা করব। এই লিস্টের মধ্যে এক গুরুত্বপূর্ণ আপডেট Sub Inspector in Delhi Police and CAPFs Examination 2020 Paper l এর Candidate এর List প্রকাশ।
প্রসঙ্গত SSC এর পক্ষ থেকে Delhi Police and CAPFs পরীক্ষার Paper 1 এর রেজাল্ট প্রকাশ করা হয় 26/02/2021 এ এবং 30/3/2021 এ মোট 28227 জন ক্যান্ডিডেটদের (2242 Female +25985 Male) নাম ঘো ষণা করা হয় বিভিন্ন লিস্টের মাধ্যমে।
পরবর্তী ধাপের PET (Personal Endurance Test) এবং PST (Personal Standard Test) এর জন্য সর্বমোট 28227 জন ক্যান্ডিডেটদের ডাকা হয়। যার মধ্যে অনুপস্থিত ক্যান্ডিডেটের সংখ্যা ছিল 17063 এবং বাকি 11164 জন ক্যান্ডিডেট উপস্থিত ছিল উক্ত পরীক্ষাতে। টোটাল 11164 জন ক্যান্ডিডেটের মধ্যে পাস করেছেন 5572 জন এবং অকৃতকার্য হয়েছেন 5592 জন ।সম্পূর্ণ 5572 জন ক্যান্ডিডেটদের মধ্যে মহিলা ক্যান্ডিডেট ছিলেন 478 জন এবং বাকি 5094 জন ছিলেন পুরুষ পরীক্ষার্থী।
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
Official Notice টি দেখার জন্য নিম্নে প্রদান করা Download বাটনে ক্লিক করুন ।
ক্যাটেগরী ভিত্তিক পুরুষ এবং মহিলা ক্যান্ডিডেটের বিন্যাস জানার জন্য নিম্নে প্রদান করা চার্ট দুটি ফলো করুন।
For Female Candidates:-
EWS | SC | ST | OBC | OBC for Delhi Police & EWS/UR for CAPFs | UR | Total |
81 | 60 | 41 | 137 | 15 | 144 | 478 |
Pre Matric Scholarships Scheme for Minorities এর জন্য কেমন করে আবেদন করবেন ?
For Male Candidates:-
EWS | SC | ST | OBC | OBC for Delhi Police & EWS/UR for CAPFs | UR | Total | ESM |
840 | 568 | 443 | 1597 | 101 | 1548 | 5094 | 1246 |
যাইহোক SSC এর পক্ষ থেকে Paper ll এর Date ইতিমধ্যে অফিশিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে । আগামী 08/11/2021 এ নেওয়া হতে চলেছে Sub Inspector in Delhi Police and CAPFs Exam এর Paper ll।
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।