গত একমাস আগেই আমরা আলোচনা করেছি WB D.El.Ed Part 2 Exam Routine সম্বন্ধে। কিছুদিন আগেই অপরিহার্য কারণবশত WB D.El.Ed Part 2 Exam পিছিয়ে দেওয়া হয়েছে। না জেনে থাকলে নিম্নে প্রদান করা হয় টেক্সট এ ক্লিক করুন।
এই নোটিশটি যদিও বেশ কিছুদিন আগেই প্রকাশ করা হয়েছিল বিভিন্ন কারণবশত আমরা আলোচনা করতে পারিনি। পূর্বে প্রদান করা নোটিশ অনুসারে 2019 -21 শিক্ষা বর্ষের WB D.El.Ed Part 2 Exam হওয়ার কথা ছিল 27/01/2022 থেকে 29/01/2022 পর্যন্ত। WB D.El.Ed Part 2 Exam এর Updated Routine নিম্নে আলোচনা করা হলো।
Date | Time | Name of Subjects |
17/02/2022 (Thursday) | 12;00 Noon – 03;00 P.M | CC-02 Educational Studies |
18/02/2022 (Friday) | 12;00 Noon – 03;00 P.M | CC-03 Contemporary Studies |
19/02/2022 (Saturday) | 12;00 Noon – 03;00 P.M | CC-04 Pedagogy Across Curriculum. |
Paray Sikhshalay :পুনরায় শুরু হচ্ছে পঠন-পাঠন ,কবে থেকে শুরু হচ্ছে Class, জানুন বিস্তারিত!
WB D.El.Ed Part-2 Exam Date Routine সম্বন্ধিত Official Notice Download এর জন্য নিম্নে প্রদান করার Download বাটনে ক্লিক করুন ।
পরীক্ষার্থীরা মাথায় রাখবেন Covid Guidelines সম্পূর্ণ মেনেই কিন্তু Offline Exam কিন্তু নেওয়া হবে। মনে রাখবেন বাকি সব নিয়মকানুন আগের মতোনই থাকবে। সকল পরীক্ষার্থীদের জন্য রইলো শুভকামনা।
সূচি
FAQ:-
1. WBD.El.Ed Part 2 Exam কবে থেকে শুরু হবে?
ANS:- 17/02/2022
2. WBD.El.Ed Part 2 Exam কবে শেষ হবে?
ANS:- 19/02/2022
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।