কিছুদিন আগে আমরা বেশ কয়েকজন বন্ধুর কাছে রিকুয়েস্ট পেয়েছিলাম WBP Agragami সম্বন্ধে কোন আপডেট রয়েছে কিনা। গতকাল WBP এর অফিশিয়াল ওয়েবসাইটে WBP Agragami Exam সম্পর্কে এক গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে।
কিছুদিন আগেই আমরা WBP Agragami সম্পর্কে সমস্ত নতুন আপডেট সম্বন্ধে আলোচনা করেছি চাইলে আমাদের ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন।
অফিশিয়াল নোটিশ অনুসারে Agragami (WBCEF & WWCD ) in Civil Defence Organization এর Written Exam নেওয়া হবে আগামী 30/01/2022 (রবিবার) দুপুর 12 টা থেকে 1 টা পর্যন্ত।
পরীক্ষার্থীরা প্রয়োজনীয় e-Admit Card 21/01/2022 থেকে Download করতে পারবেন West Bengal Police Recruitment Board এর অফিশিয়াল ওয়েবসাইট https://prb.wb.gov.in ও Civil Defence Organization এর ওয়েবসাইট http://wbdmd.gov.in/Civil_Defence/CD_Default.aspx থেকে Download করতে পারবেন।
Application SL Number ও Date of Birth প্রদান করে পরীক্ষার্থীরা তাদের e-Admit Card Download করতে পারবে। SMS এর মাধ্যমে পরীক্ষার্থীরা e-Admit Card সম্পর্কে আপডেট পেয়ে যাবে। যদি কোনো কারণবশত আপনার ফোন নাম্বারে SMS না যায় Board কোন প্রকার দায়িত্ব নেবে না এই সমস্যার জন্য তাই অবশ্যই আপনার Phone Number যেনো চলতি অবস্থায় থাকে তা খেয়াল রাখবেন অবশ্যই।
WBP Agragami Written Exam সম্বন্ধিত অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করার জন্য নিম্নে প্রদান করা Download লিঙ্কে ক্লিক করুন।
FAQ:-
1. Agragami Written Exam কবে নেওয়া হবে?
ANS:- 30/01/2022
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।