পশ্চিমবঙ্গ সরকারের অধীনে West Bengal General Service বিভাগে Geologists এবং Mining Officer নিয়োগের জন্য যে রিক্রুটমেন্ট টি ঘোষণা করা হয়েছিল তার Common Screening Test এর Date, Time এবং অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করল West Bengal Public Service Commision । নিচে পরীক্ষা সম্পর্কিত সমস্ত পরীক্ষা পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। যে সমস্ত পরীক্ষার্থীরা উক্ত বিভাগ গুলির জন্য আবেদন করেছিল তাদের জন্য এই ব্লগ টি অতি গুরুত্বপূর্ণ।
- Geologists, Mining Officer Exam Date : 22nd January 2022 (Saturday)
- Timing of Exam : 11:00 AM TO 12:30 PM
- Mode of Exam:- Common Screening Test
সূচি
Geologists, Mining Officer Common Screening Test Related Important Information :-
- এই পরীক্ষাতে মোট 100 টি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ) থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান 1।
- পরীক্ষাতে নেগেটিভ মার্কিং থাকবে 1/3rd। অর্থাৎ প্রতি তিনটি ভুল উত্তরের জন্য অতিরিক্ত এক নম্বর কেটে নেওয়া হবে।
- পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে রয়েছে 1 ঘন্টা 30 মিনিট।
Daily GK এবং Current Affair এর MCQ প্রশ্ন Practice করার জন্য ক্লিক করুন
Common Screening Test এর Question Pattern:-
এই পরীক্ষার প্রশ্নপত্র তিনটি বিভাগে বিভক্ত। প্রথম পেপারটি সকলের জন্য 1 st Paper (Compulsory) এবং 2 nd এবং 3 rd Paper এর মধ্যে পরীক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী যে কোন একটি Paper বেছে নেবে।
1st Paper : এই পরীক্ষার অন্তর্গত বিষয়গুলি হল ইংরেজি গণিত ও রিজনিং এবং জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স।
- ইংরেজি বিষয়ে মোট 15 টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নই মাধ্যমিক স্তরের সিলেবাস অনুযায়ী।
- গণিত এবং রিজনিং বিষয়ে মোট 20 টি প্রশ্ন থাকবে এবং এই প্রশ্নগুলি ও মাধ্যমিক স্তরের।
- জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে 15 নম্বর বরাদ্দ রয়েছে।
2nd Paper :- এই পরীক্ষার জন্য 50 নম্বর বরাদ্দ রয়েছে। যে সমস্ত পরীক্ষার্থীরা Mining Officer পদের জন্য পরীক্ষা দেবে এই পেপারটি শুধুমাত্র তাদের জন্য। মূলত এই পেপার এ Mining Engineering বিষয়ের ওপর প্রশ্ন থাকবে। যে সমস্ত পরীক্ষার্থীদের Mining Engineering বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অথবা অন্য যে কোন প্রকারের ডিগ্রি থাকবে তারা এই পরীক্ষায় বসতে পারবে।
3rd Paper :- এই পরীক্ষার জন্যও বরাদ্দ রয়েছে 50 নম্বর। মূলত Geologists বিভাগের পরীক্ষার্থীদের জন্য এই পেপার যেখানে Geology অথবা Applied Geology বিষয়ে প্রশ্ন থাকবে। যে সমস্ত পরীক্ষার্থীদের Geology বিষয়ে কোনো প্রকার ডিগ্রী আছে তারা এই পরীক্ষায় বসতে পারবে।
Indian Coast Guard Recruitment 2021 50 টি Vacancy এর আবেদন প্রক্রিয়া , জানুন বিস্তারিত !
Geologists এবং Mining Officer এর Paper Wise Exam Syllabus :-
2nd Paper Exam Syllabus –
- Drilling, Blasting and Rock Mechanics
- Mine Surveying
- Mining Geology, Mineral Exploration, Resource/Reserve Estimation,
- Mine Development
- Surface Mining, Underground Mining for both Coal and Metalliferrous Mining
- Mine Environmental Engineering
- Mine Planning and Designing
- Mineral Processing and Fuel Technology,
- Mine Legislation and Technology
- Environmental Aspects of Mining,
3rd Paper Exam Syllabus –
- Geomorphology
- Structure Geology and Tectonics
- Geochemistry
- Igneous And Metamorphic Petrology
- Sedimentology
- Stratigraphy with Special Emphasis on Economic Geology (Metal, Non-Metal, Coal, CBM, Petroleum)
- Mineralogy
- Remote Sensing and GIS
- Mineral Economics and UNFC Classification
- Engineering Geology
Bank of Baroda Recruitment 2021 | Apply for 376 Fresh Vacancy , জানুন বিস্তারিত
উপরোক্ত পরীক্ষার Syllabus টি প্রকাশের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে শুধুমাত্র প্রশ্নপত্রের একটি ধারণা প্রদান করা হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্রে এই সমস্ত বিষয় ছাড়াও বিষয়ের গভীর থেকে প্রশ্ন হতে পারে। এই কারণে পরীক্ষার Question Pattern অংশে যে সমস্ত ডিক্রির উল্লেখ রয়েছে সেই সমস্ত ডিগ্রির অন্তর্গত বিষয়গুলি পরীক্ষার্থীদের ভালোভাবে রপ্ত করতে হবে।
FAQ:-
1. Geologists , Mining এর Common Screening Test কবে নেওয়া হবে?
ANS:-22nd January,2022
পেশাগতভাবে আমি Digital Marketing এ SEO, Content Marketing , Social Media Marketing , Email Marketing ও Online Advertising এর সঙ্গে যুক্ত । BongWeby এর মাধ্যমে সমস্ত পরিষেবা আমরা প্রদান করে থাকি। শিক্ষা জগতের বিভিন্ন আপডেট যেমন- Scholarship, Government and Privet Job Notification সহ School, College সহ শিক্ষা জগতের সাথে যুক্ত ব্যক্তিদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য মাতৃভাষা (বাংলায়) প্রদান করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।